প্রতিবারই ভাবি এ কিসের টান? এ কিসের মায়া? কেন এই অমোঘ হাতছানি?
কিসের ইন্দ্রজালে বশীভূত হই ? জানি সেই পথশ্রম কি ভয়ঙ্কর ! তবু নিশির ডাকের মতো ছুটে চলি সেই সর্বনাশিনী পথমায়ায়। চোখ প্রাণভরে পান করে নতুন নতুন অঞ্চলের অন্তরসুধা।লিখে চলি পথের পাঁচালি।
Wednesday, July 4, 2012
উত্তরাখণ্ডের পথে পথে
আনন্দবাজার পত্রিকার ইন্টারনেট সংস্করণের ভ্রমণ কলম "হাওয়াবদলে" প্রকাশিত ১লা জুলাই ২০১২
No comments:
Post a Comment