প্রতিবারই ভাবি এ কিসের টান? এ কিসের মায়া? কেন এই অমোঘ হাতছানি?
কিসের ইন্দ্রজালে বশীভূত হই ? জানি সেই পথশ্রম কি ভয়ঙ্কর ! তবু নিশির ডাকের মতো ছুটে চলি সেই সর্বনাশিনী পথমায়ায়। চোখ প্রাণভরে পান করে নতুন নতুন অঞ্চলের অন্তরসুধা।লিখে চলি পথের পাঁচালি।
Thursday, December 1, 2011
"চেনা পথ অচেনা কথা" পালকি-১২ তে প্রকাশিত আমার ভ্রমণ বৃত্তান্ত
No comments:
Post a Comment