(পর্ব ৪)
আমার কল্পনাট্যের কুশীলব সে ফাগুনের এক ভোরে
বায়ুপথে পাড়ি দিল ডালাস থেকে নিউইয়র্ক
সেখান থেকে একটা গাড়ি নিয়ে সোজা ওয়াশিংটন ডিসির রাজপথে..
ডিসির রাজপথ হোয়াইট হাউসের রাজকীয় শুভ্রতায় কি অসাধারণ শন্তিময়তা
বাইরের সবুজ লনে কি সুন্দর সজীবতা সাথে গেরুয়া মরশুমি ফুলের উজ্জ্বলতা
এই তিন রঙ মনে করিয়ে দিল তার নিজের দেশমাতৃকার কথা,
মনে মনে সে প্রনাম জানাল তার নিজের ত্রিরঙাকে..
ক্যাপিটল হিলের কাছে লিংকন মেমোরিয়াল
চির শুভ্রতায় জ্বাজ্জল্যমান এব্রাহাম লিংকনের স্মৃতি নিয়ে,
সেখান থেকে ন্যাশানাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে
সেই বহু বিতর্কিত এবং অভিশপ্ত হোপ ডায়মন্ড দেখে আসে তারা
ন্যাশানাল গ্যালারি অফ আর্ট থেকে এয়ার এন্ড স্পেস মিউজিয়ামে এল
তারা ঝুলন্ত ছোট বড় কত কত উড়োজাহাজের মডেল, আর তার বিবর্তন
তার মধ্যে থেকেই উঠে এল স্মৃতির মণিকোঠা থেকে
রাইট ব্রাদার্সের হাতে তৈরী প্রথম প্লেনের মডেল
ক্লাস নাইনের ফিসিক্স বইয়ের সেই ছবি
আজ ত্রিমাত্রিক মডেল হয়ে ঝুলছে চোখের সামনে
সাময়িক বাকরূদ্ধতা !
ওয়াশিংটন ডিসির ন্যাশানাল গ্যালারী অফ আর্ট এ এসে পৌঁছায় তারা
বহু প্রতিক্ষীত ভাবনালোকের রূপসাগর
তারা ডুব দিল সেই রূপসাগরে
ইম্প্রেশানিস্ট, স্যুরিয়ালিস্টিক সবরকমের পেন্টিংয়ের সাথে হাতেখড়ি হল তার !
Matisse, Rennoir, Claude Monet, Van Gogh, Paul Gauginর গল্পে
মাত হয়ে গেছিল আর্ট গ্যালারির প্রতিটি করিডোর !
সবচেয়ে আশ্চর্যের বিষয় হোল Da Vinciর আর এক বিরল সৃষ্টি দেখে
যা মোনালিসার থেকে কোন অংশে কম নয়
মোনালিসার হাসি নেই তাতে কিন্তু সেই ভয় মিশ্রিত গাম্ভীর্য্য
অনবদ্য লাগল তাদের
বিদায়ের সময় মনে হল
ডিসি তুমি দিগবসনা, সবুজ আঁচল শুভ্ররাজবেশে ছড়িয়ে দিয়েছো নীলের দিগন্তে
সৌন্দর্য তোমার অলংকার, রাজকীয়তা তোমার মজ্জাগত, নিয়ম শৃঙ্খলা তোমার সহজাত,
বেঁচে থাকো ডিসি তোমার অমলিন স্বর্গীয় রাজকীয়তা নিয়ে